MysmsBD.ComLogin Sign Up

এ কোন অক্ষয়?

In সিনেমা জগৎ - Jul 26 at 11:06pm
এ কোন অক্ষয়?

‘ঢিসুম’ ছবিতে অক্ষয় কুমারকে নাকি দারুণ দেখাচ্ছে। কী বললেন? এই ছবির ট্রেলারের আগাগোড়া আপনি ভাল করে দেখেছেন, কিন্তু কোথাও ‘খিলাড়ি কিং’কে দেখতে পাননি! পাবেন কী করে? সেটাই তো সারপ্রাইজ রেখেছেন পরিচালক রোহিত ধবন। এই অ্যাকশন মুভিতে জন আব্রাহাম এবং বরুণ ধাওয়ানের পাশাপাশি আছেন অক্ষয়ও। তিনি নাকি এই ছবির ‘লাকি ম্যাসকট’।

‘ঢিসুম’-এ অক্ষয়কে এক নতুন চেহারায় দেখা যাবে। সব ছবিতেই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন আক্কি। সেই অভ্যেস বজায় রেখেচেন এ ছবিতেও। ‘ঢিসুম’-এর গান এবং ট্রেলার রিলিজ করার পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উন্মাদনা দেখা দিয়েছে। জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘মাচো’ জন আব্রাহাম এবং বরুণ ধাওয়ানের রসায়ন ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এর সঙ্গে আছেন ‘হিট মেশিন’ অক্ষয়ও। বক্স-অফিসে ‘ঢিসুম’-এর পাঞ্চ দেখার জন্য এখন দিন গুনছেন দর্শকরা।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 519