MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ম্যাডাম ফুলি-২ নিয়ে আসছেন সিমলা

In সিনেমা জগৎ - Jul 26 at 10:37pm
ম্যাডাম ফুলি-২ নিয়ে আসছেন সিমলা

ম্যাডাম ফুলি ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিলো চিত্রনায়িকা সিমলার। সেই একই ছবির সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন ঢাকার ছবির এই নায়িকা। সম্প্রতি সিমলা চুক্তিবদ্ধ হয়েছে ম্যাডাম ফুলি-২ ছবিতে। এটি পরিচালনা করবেন আশিকুর রহমান।

১৯৯৯ সালে পরলোকগত নির্মাতা শহীদুল ইসলাম খোকনের এই ছবিটি সিমলাকে এনে দিয়েছিল সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। শুধু তাই নয় দর্শক মহলেও বেশ আলোচিত হয়ে উঠেন তখন তিনি।

সিমলা বলেন, ছবিটি নিয়ে অনেক দিন ধরে কথা চলছে। এটি নিয়ে আমিও অনেক আগ্রহী। চু্ক্তিও হয়ে গেছে। শিগগিরই আমরা শুটিং-এ যাচ্ছি।এখানে দর্শকরা আগের সিমলাকেই খুঁজে পাবেন। কথা দিতে পারি। সিমলা বলতে আসলে ১৬ বছর আগের ম্যাডাম ফুলিকে খুঁজে পাবেন সবাই। আমি চাই ১৬ বছর আগের সময়ে ফিরে যেতে। আবার নতুন করে শুরু করতে।

গত বছর দুটি ছবিতে অভিনয় শুরু করলেও পারিবারিক কারণে মাঝে কিছু দিন শুটিং বন্ধ ছিল। ‘নাইওর’ ও ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবি দুটির কাজ এখন শেষের দিকে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1514
Post Views 198