MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইয়াসিরকে সরিয়ে টেস্ট বোলারদের চূড়ায় অশ্বিন

In ক্রিকেট দুনিয়া - Jul 26 at 7:06pm
ইয়াসিরকে সরিয়ে টেস্ট বোলারদের চূড়ায় অশ্বিন

এক ম্যাচ পরেই আইসিসি টেস্ট বোলারদের শীর্ষ স্থান হারিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। অ্যান্টিগা টেস্টে আলো ছড়ানো ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ফিরেছেন শীর্ষে। ২০১৫ সালের টেস্ট বোলারদের বর্ষ-শেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ৯২ রানে জেতা প্রথম টেস্টে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে ৭ উইকেট নিয়ে ইয়াসিরকে পেছনে ফেলেন তিনি। ভারতের একমাত্র ইনিংসে ১১৩ রান করে ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনি। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের ওপর থাকা ভারতের এই ক্রিকেটোর নিজের শীর্ষস্থান আরও সুসংহত করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়ে চূড়ায় উঠেছিলেন ইয়াসির। ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র ১ উইকেট পাওয়া এই লেগ স্পিনার চার ধাপ পিছিয়ে আছেন পঞ্চম স্থানে। অশ্বিনের (৮৭৬) পরের তিনটি স্থানে আছেন জেমস অ্যান্ডারসন (৮৭৫), স্টুয়ার্ট ব্রড (৮৫২) ও ডেল স্টেইন (৮৪১)। অশ্বিনের চেয়ে ৪৪ রেটিং পয়েন্টে পিছিয়ে পড়েছেন ইয়াসির।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবের রেটিং পয়েন্ট ৩৮৪। তার চেয়ে ৪৩ পয়েন্টে এগিয়ে গেছেন অশ্বিন (৪২৭)। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৪৫ নম্বরে রয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ এক দ্বিশতকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন জো রুট (৯০১)। ইংল্যান্ডের এই তরুণের সামনে আছেন কেবল অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ (৯২৫)। রুটের উত্থানে এক ধাপ করে পিছিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। পঞ্চম স্থানেই আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

চার ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। চার ধাপ নেমে ১০ নম্বরে আছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পাওয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে আছেন ১২ নম্বরে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5372
Post Views 267