MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সুরভিনের সঙ্গে চুমু নিয়ে মুখ খুললেন অনিল

In বিবিধ বিনোদন - Jul 26 at 7:03pm
সুরভিনের সঙ্গে চুমু নিয়ে মুখ খুললেন অনিল

অনিল কাপুর অভিনীত টিভি সিরিজ ‘২৪’ নিয়ে আলোচনা অনেক দিনের। বিশেষ করে এর প্রকাশিত ট্রেইলারে অভিনেত্রী সুরভিন চাওলার সঙ্গে অনিলের চুমু নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছে।

এ নিয়ে অনিল কাপুর এতদিন কিছু না বললেও অবশেষে মুখ খুলেছেন ৫৯ বছর বয়সি এ অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মাতামাতি বন্ধ করতে বলেছেন তিনি।

পর্দায় তার চুমু প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২৪’ সিরিজটির কনটেন্ট তরুণদের নিয়ে নয়। আমরা এতে আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা করেছি। এটা কোনো হাসি-তামাশার অনুষ্ঠান নয়। এটি একটি পলিটিক্যাল থ্রিলার। আমার চরিত্রে দেখানো হয়েছে- একজন নারীর (সুরভিন চওলা) সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। চরিত্রের প্রয়োজনে আমি আমার সিনেমাতে চুম্বন দৃশ্য করেছি। ‘২৪’ এ চুম্বন দৃশ্যের প্রয়োজন ছিল। এ জন্যই দৃশ্যটি করেছি।”


গত ২৩ জুলাই প্রচারিত হয়েছে টিভি সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব। অভিনয় দেও পরিচালিত টিভি সিরিজে অভিনয় করেছেন- অনিল কাপুর, সিকান্দার খের প্রমুখ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5295
Post Views 210