MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

যেখানে ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন

In ক্রিকেট দুনিয়া - Jul 26 at 6:54pm
যেখানে ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন

টেস্টে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক গ্লেন ম্যাকগ্রার রেকর্ডটা এখনো ভাঙেনি। তবে রেকর্ডটা ভেঙে দেওয়ার জোর সম্ভাবনা আছে জেমস অ্যান্ডারসনের। ইংলিশ পেসার অবসরের আগে এই রেকর্ডটা ভাঙতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তার আগেই অবশ্য ম্যাকগ্রার অন্য আরেকটি রেকর্ড ভেঙে দিলেন তিনি।

টেস্টে ঘরের মাঠে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক যে এখন অ্যান্ডারসনই।

টেস্টে ঘরের মাঠে ৬৬ ম্যাচে ২৮৯ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি মালিক ছিলেন ম্যাকগ্রা। সোমবার শেষ হওয়া ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলীকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ান পেসারকে ছাড়িয়ে গেছেন অ্যান্ডারসন। টেস্টে ঘরের মাঠে ৬৭ ম্যাচে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা এখন ২৯১টি। ফাস্ট বোলার ও স্পিনার মিলিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন (৪৯৩ উইকেট)।

টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিকও মুরালি। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট তার। ১২৪ ম্যাচে ৫৬৩ উইকেট নিয়ে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক ম্যাকগ্রা। ১১৭ টেস্টে ৪৫৮ উইকেট নিয়ে ম্যাকগ্রার পরেই আছেন অ্যান্ডারসন। অর্থাৎ অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড ভাঙতে অ্যান্ডারসনের চাই আর ১০৬ উইকেট।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5188
Post Views 136