MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'সুলতান'কে ছাড়িয়ে নতুন রেকর্ডে 'কাবালি'

In সিনেমা জগৎ - Jul 26 at 1:25pm
'সুলতান'কে ছাড়িয়ে নতুন রেকর্ডে 'কাবালি'

তার সুপারহিরো ইমেজ নিয়ে রসিকতার শেষ নেই, কিন্তু সেই তিনিই ‌যে বলিউডি সিনেমার সব চেয়ে বড় সুপারস্টার সেটাই আবারও প্রমাণ করলেন রজনীকান্ত। ‌যাবতীয় রেকর্ড তছনছ করে নতুন রেকর্ড গড়েছে তার ছবি 'কাবালি'। প্রথম দিনের আয়ের নিরিখে সালমানের 'সুলতান'কেও ছাড়িয়ে গেছে এই ছবি।

বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, প্রথম দিন সুলতান-এর আয় হয়েছিল ৩৬.৫ কোটি রুপি। সেখানে রজনির কাবালি প্রথম দিনেই পার করেছে ৪৮ কোটি রুপি।

‌যদিও ছবি হিসেবে কাবালি মনে ধরেনি অধিকাংশ ফিল্ম সমালোচকের। কেউ দিয়েছেন আড়াই স্টার কেউ আবার তিন। সঙ্গে বলে দিয়েছেন ছবিতে রজনীকান্তকে ছাড়া আর কিছু দেখার মতো নেই।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 510