MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আসছে সানি লিওনের বায়োপিক

In সিনেমা জগৎ - Jul 26 at 12:27pm
আসছে সানি লিওনের বায়োপিক

শুধু বলিউড নয়, সারা বিশ্বেই আলোচিত নাম সানি লিওন। সেটি অবশ্যই তার বিতর্কিত পেশা ও জীবনের জন্য। পর্ন ছবির নায়িকা থেকে তিনি এখন বলিউডের নামী অভিনেত্রী। তার জীবনের যাত্রাটি ব্যতিক্রমী হওয়ায় তার জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণের চিন্তা ভাবনা চলছিল অনেকদিন থেকেই। কিন্তু এখন এখন শোনা যাচ্ছে, তথ্যচিত্র নয়, একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হবে সানির জীবন নিয়ে।

সানির প্রেম, বিয়ে, পেশা সবকিছুই নাকি থাকবে এই বায়োপিকে। সানি যে সব বিতর্কে জড়িয়েছিলেন, সেগুলোও থাকবে। জানা গেল, ছবিটি প্রযোজনা করবেন সানি লিয়ন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। ছবিতে সানি নিজেই নিজের চরিত্রে অভিনয় করবেন। সানির বায়োপিক ছবিটি পরিচালনা করবেন পরিচালক অভিষেক শর্মা।

সানি ও ড্যানিয়েলের কিছু বন্ধুকেও নাকি ছবিতে দেখা যাবে। অভিনয় করবেন ড্যানিয়েল ওয়েবার নিজেও। তবে ছবি সম্পর্কে এখন এর থেকে বেশি আর কিছু জানা যায়নি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 382