MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বার্সেলোনায় রেস্তোরাঁ খুললেন মেসি

In খেলাধুলার বিবিধ - Jul 26 at 12:22pm
বার্সেলোনায় রেস্তোরাঁ খুললেন মেসি

বার্সেলোনা ও আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি ভক্তদের জন্য একটি রেস্তোরাঁ খুলেছেন। এটি তার নিজ জন্মভূমিতে নয়, বার্সেলোনায়ই তার রেস্তোরাঁর অবস্থান।

কয়েক দিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে একটি হোটেল তৈরি করা হয়েছিল। রোনালদো নিজেই সেটির উদ্বোধন করেছিলেন। এবার মেসিও বসে থাকলেন না।

মেসির সঙ্গে এই রেস্তোরাঁর সঙ্গে জড়িয়ে রয়েছেন তার ভাই রদ্রিগো ও বোন মারিসোল।মেসি ‘এল বেলাভিস্তা দেল জার্ডিন দেল নোর্তে’ রেস্তোরাঁটি অবস্থিত ৮৬ নম্বর এনরিক গ্রানাদোস স্ট্রীটে।যেটি একেবারে সিটি সেন্টারের কাছাকাছি। বার্সার প্রাণকেন্দ্রে এই খাবারের জায়গা। ফলে এখানে বেড়াতে আসা প্রচুর মানুষের নজর টানবে এই রেস্তোরাঁ। এমনটাই আশাবাদী মেসির ভাই।

সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা রয়েছে এখানে। সুসজ্জিত রেস্তোরাঁর মধ্যেই রয়েছে ১০০০ স্কোয়ার মিটারের বাগান। মেসির পছন্দের সব খাবারই চেখে দেখতে পারবেন তার ভক্তরা। প্রতি বছরই হাজারো মানুষ কাতালান রাজধানীতে বেড়াতে আসেন।এবার তারা পছন্দের ফুটবলারের রেস্তোরাঁতে আসতে পারবেন।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 268