MysmsBD.ComLogin Sign Up

‘আমার বড় পুরুষাঙ্গ দরকার’ ভেঙ্গে গেল বিয়ে

In বিবিধ বিনোদন - Jul 25 at 11:27am
‘আমার বড় পুরুষাঙ্গ দরকার’ ভেঙ্গে গেল বিয়ে

সম্প্রতি একটি অনুষ্ঠানে নার্গিস ফাকরির কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘সুপারম্যান না ব্যাটম্যান, কাকে বেশি পছন্দ?’

বরাবর ঠোঁটকাটা হিসেবে পরিচিত নার্গিস ফাকরি সটান উত্তর দেন, ‘তাঁরা আমাকে কী করবেন? বাঁচাবেন? না ডেটে নিয়ে যাবেন? ব্যাপারটা যা-ই হোক, আমার তাঁকেই পছন্দ, যাঁর পুরুষাঙ্গ বড়।’ এর পরে স্বাভাবিকভাবেই বিতর্ক দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় চলে কঠোর সমালোচনা।

কিন্তু এতেই শেষ হয়নি। নার্গিস ফাকরির জীবনে আরও বড় বিপর্যয় নেমে এসেছে। উদয় চোপড়ার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল। এমনকী আগামী কয়েকদিনের মধ্যেই নার্গিস বিয়ের কথা ঘোষণা করে দেবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু আচমকা নেমে এসেছে মেঘ।

উদয় চোপড়া নাকি নার্গিসকে জানিয়ে দিয়েছেন, তিনি বিয়ে করবেন না। উদয়ের মুখে এই কথা শোনার পরেই একেবারে ভেঙে পড়েন নার্গিস। প্রায় রাতারাতি চলে যান নিউ ইয়র্কে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 838