MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মেসির চুলে নতুন ছাঁট!

In খেলাধুলার বিবিধ - Jul 24 at 11:33pm
মেসির চুলে নতুন ছাঁট!

ছুটি থেকে ‘নতুন রূপ’ নিয়ে ফিরবেন লিওনেল মেসি। চুলের ‘স্টাইল’ বদলে ফেলেছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

মেসির চুলের নতুন ছাঁটের ছবি রোববার ইনস্টাগ্রামে দেন তার প্রেমিকা আন্তোনেল্লা রোকুস্সো।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। এর পর ছুটি কাটাতে যান তিনি। এ সময়েই চুলের স্টাইল পরিবর্তন করেন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড। ছবিতে দেখা যায়, মেসি তার চুলের রং ধূসর করে ফেলেছেন।

বার্সেলোনা জানায়, ছুটি সংক্ষিপ্ত করে মেসি আগামী সপ্তাহে ইংল্যান্ডে ক্লাবের মৌসুম শুরুর আগের অনুশীলনে যোগ দেবেন।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 562