MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

একাধিক বিয়ে হতেই পারে : কঙ্গনা

In বিবিধ বিনোদন - Jul 24 at 11:31pm
একাধিক বিয়ে হতেই পারে : কঙ্গনা

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রাণৌত জানিয়েছেন, একাধিক বিয়ে নিয়ে তার কোনো সমস্যা নেই।

রোববার ভারতের নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া কচার উইক- ২০১৬’ অনুষ্ঠানে একথা জানান তিনি।

তার একাধিকবার বিয়ের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে অনুষ্ঠানে উপস্থিত সংবাদিকদের কঙ্গনা বলেন, ‘কেন নয়? আমি মনে করি একবার হলে একাধিকবার বিয়ে হতেই পারে।’

অনুষ্ঠানে ডিজাইনার মানাভ গাঙ্গওয়ানির ফ্যাশন শোয়ের স্টপার ছিলেন কঙ্গনা। এ অভিনেত্রী জানান, তার বিয়ের পোশাকের ডিজাইন করবেন মানাভ।

এর আগে অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং অধ্যায়ন সুমনের সঙ্গে কঙ্গনা রাণৌতের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েকমাস ধরে অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে আইনি লড়াইয়েও জড়িয়েছেন তারা।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5351
Post Views 279