MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শাহরুখ-রোহিত বন্ধুত্বে ফাটল!

In বিবিধ বিনোদন - Jul 24 at 2:03pm
শাহরুখ-রোহিত বন্ধুত্বে ফাটল!

পরিচালক রোহিত শেঠির সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করেছেন বলিউড কিং শাহরুখ খান। এই জুটির ‘চেন্নাই এক্সপ্রেস’ সাফল্যের মুখ দেখলেও ‘দিলওয়ালে’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, ‘দিলওয়ালে’র প্রভাব পড়েছে শাহরুখ-রোহিত সম্পর্কেও। যার ফলে ভেঙ্গে গিয়েছে তাদের বন্ধুত্ব।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, শাহরুখ খানের সঙ্গে রোহিত শেঠির যে ছবি হওয়ার কথা ছিল, সেটি আপাতত স্থগিত করে রাখা হয়েছে। ‘দিলওয়ালে’র ব্যর্থতার কারণ হিসেবে তারা দুজনেই দায়ী। রোহিত মনে করেন, সঞ্জয়লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গে একই দিনে ‘দিলওয়ালে’ মুক্তি দেওয়া উচিত হয়নি। শাহরুখ মারাত্মক ভুল করেছেন। আর শাহরুখ মনে করেন, ‘দিলওয়ালে’র জন্য রোহিত যথেষ্ট পরিশ্রম করেননি।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, রোহিত শেঠির পরবর্তী ছবিতেও শাহরুখ খান অভিনয় করতে চলেছেন। কিন্তু রোহিত জানিয়েছেন, তিনি তার পুরনো বন্ধু অজয় দেবগণের সঙ্গে আগামী ছবিতে কাজ করবেন।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5325
Post Views 338