MysmsBD.ComLogin Sign Up

ত্রিশবছর আগের হারানো আংটি খুঁজে পেলেন এক নারী!

In সাধারন অন্যরকম খবর - Jul 23 at 8:08pm
ত্রিশবছর আগের হারানো আংটি খুঁজে পেলেন এক নারী!

আপনার খুব প্রিয় কোনো জিনিষ হারিয়ে গেলে যেমন দুঃখ লাগে। কোন ভাবে ফিরে পেলে মনে আনন্দের শেষ থাকে না।

এমনই ঘটনা ঘটল এই মহিলার সাথে। তবে ঘটনা বেশ কাকতালীয়।

ত্রিশবছর আগে হারিয়ে যাওয়া মায়ের আংটি খুঁজে পেলন মেয়ে, তাও একটি গয়নার দোকান থেকে। কানাডার ক্রিস মুডি নামের ওই মহিলা তখন বছর সতেরোর,
মাকে দেয়া দাদুর ওই আংটি খুব পছন্দ হয়ে যায় তার।

মেয়ের ভালো লেগেছে তাই মা’ও নিজের আঙুল থেকে খুলে আংটি পড়িয়ে দেন মেয়েকে। স্কেটিংয়ে গিয়ে বেখেয়ালে সেই অতিপ্রিয় আংটিই পড়ে যায় আঙুল থেকে৷ গত ত্রিশ বছর ধরে এ হাত সে হাত ঘুরে তা হাজির হয় ওই গয়নার দোকানে।

মুডি বাড়ির সামনেই বাজার করতে বেড়িয়েছিলেন। তখনি তার চোখে পড়ে মায়ের দেয়া সেই আংটি। প্রিয় জিনিষটি দেখে আর নিজেকে সামলাতে পারেননি তিনি। সোজা গিয়ে দোকানের কর্তৃপক্ষের কাছে তার কথাটি জানান।

প্রমান হিসাবে কিছু তথ্যও দেন তিনি। ভাগ্যও সঙ্গে ছিল মহিলার। ৮০ ডলার দাম লেখা সেই আংটি দোকানের মালিক বিনামুল্যে তাকে ফিরিয়ে দেন।

Googleplus Pint
Noyon Khan
Posts 3488
Post Views 731