MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৬১ বছরের রেকর্ড ভাঙলেন কোহলি

In ক্রিকেট দুনিয়া - Jul 23 at 6:29pm
৬১ বছরের রেকর্ড ভাঙলেন কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে প্রথম দিন শেষে বিরাট কোহলি অপরাজিত ছিলেন ১৪৩ রানে। শুক্রবার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় অধিনায়ক।

বিদেশের মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক তিনিই। ২০০ রানের এই ইনিংস খেলে আরো কিছু কীর্তি গড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এর মধ্যে ৬১ বছর পুরোনো একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবচেয়ে কম বয়সি অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন কোহলিরই।

এতদিন রেকর্ডটির মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন। প্রাক্তন কারিবীয় অধিনায়ক ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্বাডোজ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রান করেছিলেন ২৮ বছর ২৭৮ দিন বয়সে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটও নিয়েছিলেন অ্যাটকিনসন।

শুক্রবার কোহলি ২৭ বছর ২৫৯ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে ভেঙে দিলেন অ্যাটকিনসনের অক্ষত রেকর্ডটি। এ তালিকার তৃতীয় স্থানে আছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক বব সিম্পসন, ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজ টেস্টের প্রথম ইনিংসে তিনি ২০১ রান করেছিলেন ২৯ বছর ৯১ দিন বয়সে।

ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ করেছেন কোহলি। মোহাম্মদ আজহারউদ্দিনের সমান পাঁচটি সেঞ্চুরি এখন তার।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5485
Post Views 627