MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মুস্তাফিজের ফেরায় মুগ্ধ মুডি-মুশফিকরা

In ক্রিকেট দুনিয়া - Jul 22 at 2:08pm
মুস্তাফিজের ফেরায় মুগ্ধ মুডি-মুশফিকরা

শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ মুস্তাফিজুর রহমান খেলেছেন ২৯ মে। আইপিএলের ফাইনাল জিতেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এরপর আর খেলেননি। ইনজুরিতে ছিলেন। আর ফিরেই সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে আরেকটি অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন 'দ্য ফিজ'। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে বৃহস্পতিবার ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন। এসেক্সের বিপক্ষে দলকে জিতিয়েছেন ২৪ রানে। কাউন্টিতে অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। তার এই পারফরম্যান্সে অন্যদের সাথে মুগ্ধ মুশফিকুর রহিম, টম মুডিরা।

মুশফিক মুস্তাফিজের টেস্ট অধিনায়ক। সাসেক্সের বিপক্ষে ফিজের জ্বলে ওঠার ম্যাচের পর মুশফিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "অভিষেকেই কি অসাধারণ পারফরম্যান্স মুস্তাফিজের! ৪-০-২৩-৪!! ওয়াও।"

আইপিএলের মুস্তাফিজের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মুডি। শিষ্যের ফেরা দেখে মুগ্ধতা তার কথায়। টুইটারে মুডি লিখেছেন, "সাসেক্সের হয়ে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সে মুস্তাফিজুর রহমানকে ফিরতে দেখে অসাধারণ লাগলো।"

বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে তাসকিন আহমেদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে লড়েন মুস্তাফিজ। সতীর্থের এমন পারফরম্যান্সে দেশের আরেক পেস সেনসেশন তাসকিনও চমকিত। ফেসবুকে লিখেছেন, "অভিষেক ম্যাচেই সাসেক্সের জয়ের নায়ক মুস্তাফিজ! সাসেক্সের হয়ে অভিষেকেই ফিজের গর্জন। মুস্তাফিজুর রহমানের অসাধারণ শুরু! ৪-০-২৩-০, ম্যান অব দ্য ম্যাচ।"

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 611