MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

লড়াইয়ে যাচ্ছেন শাহরুখ-হৃতিক

In সিনেমা জগৎ - Jul 20 at 3:04pm
লড়াইয়ে যাচ্ছেন শাহরুখ-হৃতিক

বলিউড কিং শাহরুখ খান অভিনীত রইস সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ জানুয়ারি। একই দিনে মুক্তি পাবে হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, শাহরুখ নাকি চাইছেন না কাবিল এবং রইস একই দিনে মুক্তি পাক। এ জন্য নাকি তিনি কাবিল সিনেমার প্রযোজক রাকেশ রোশানকে বিষয়টি মানানোর চেষ্টা করছেন। সম্প্রতি শাহরুখ রাকেশ রোশানের বাড়িতে গেলে গুঞ্জন আরো জোরালো হয়।

তবে হৃতিকের সঙ্গে বক্স অফিস লড়াই এড়াতে পারলেন না শাহরুখ। সিনেমার তারিখ পরিবর্তন করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে রাকেশ রোশান জানিয়েছেন, সিনেমার তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না।

এর আগে সালমান খান অভিনীত সুলতান সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল রইস সিনেমাটি। কিন্তু সিনেমার শুটিং সময় মতো শেষ না হওয়ায় তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়। অজয় দেবগন অভিনীত বাদশাহো সিনেমাটিও ২৬ জানুয়ারি মুক্তির কথা ছিল। কিন্তু অজয় তার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। দেখা যাক শেষ পর্যন্ত বক্স অফিস লড়াইয়ে কে জয়ী হন।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5485
Post Views 515