MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'কাটার' মুস্তাফিজের ইংল্যান্ডে খেলার সূচি!

In ক্রিকেট দুনিয়া - Jul 20 at 2:25pm
'কাটার' মুস্তাফিজের ইংল্যান্ডে খেলার সূচি!

'কাটার' মুস্তাফিজের এবার ইংল্যান্ড মাতানোর পালা। সাসেক্সের হয়ে খেলতে বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁ হাতি এই ফাস্ট বোলারকে মাঠে নেমে পড়তে হতে পারে বৃহস্পতিবারই।

এদিন ন্যাটওয়েস্ট ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে তার কাউন্টি দল সাসেক্সের খেলা এসেক্সের সাথে। এই আসরের নক আউট পর্বে যেতে হলে শেষের তিনটি ম্যাচই সাসেক্সকে জিততে হবে। পরিস্থিতি এমনই প্রায়। নক আউট পর্বে গেলে ম্যাচ বাড়বে। এছাড়া আছে লন্ডন রয়্যাল ওয়ানডে টুর্নামেন্ট।

২১ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে ৭টি ম্যাচ খেলার চাপ মুস্তাফিজের ওপর। দেখা যাক এবার ইংল্যান্ডে কিভাবে মাতান এই দেশের বোলিং বিস্ময় মুস্তাফিজ।

দেখে নিন সাসেক্সের সাথে মুস্তাফিজের খেলার সূচি:

খেলা প্রতিপক্ষ তারিখ সময়

টি-টোয়েন্টি এসেক্স ২১ জুলাই রাত ১২.০০

টি-টোয়েন্টি সারে ২২ জুলাই রাত ১১.৩০

ওয়ানডে গ্লস্টারশায়ার ২৪ জুলাই বিকাল ৪.০০

ওয়ানডে হ্যাম্পশায়ার ২৭ জুলাই সন্ধ্যা ৭.০০

টি-টোয়েন্টি গ্ল্যামরগান ২৮ জুলাই রাত ১১.৩০

ওয়ানডে সমারসেট ৩০ জুলাই বিকাল ৪.০০

ওয়ানডে কেন্ট ২ আগস্ট সন্ধ্যা ৬.৩০

Googleplus Pint
Noyon Khan
Posts 2766
Post Views 515