MysmsBD.ComLogin Sign Up

রণবীরের জন্য ঘুম হারাম হল এক নারীর!

In বিবিধ বিনোদন - Jul 20 at 7:56am
রণবীরের জন্য ঘুম হারাম হল এক নারীর!

রনবীর সিং তার ইন্সটাগ্রাম একাউন্টে একটি ছবি আপলোড করেছেন। সেই ছবি দেখে বুঝা যাচ্ছে যে এটি কোন বিজ্ঞাপনের বা সিনেমার অংশ। ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘আমি, রাজ দিলওয়ালে’।

তার এই ছবি দেখে লাখ লাখ ভক্ত অনেক খুশি। কিন্তু এই ছবি এখন একজনের সারাদিনের যন্ত্রণার কারণ। রণবীরের সেই ছবিতে তার পেছনে একটি ট্রাক দাড়িয়ে ছিল। সেখানে রাজ দিলওয়ালে লিখা থাকার পাশাপাশি নিচে একটি ফোন নাম্বার দেয়া ছিল।

সবাই মনে করেছে, ঐ নাম্বারের পেছনে অবশ্যই কোন কারণ আছে বা নাম্বারটি রণবীরের। তাই রণবীরের ভক্তরা সেই নাম্বারে ফোন করে করে পাগল করে ফেলেছে এক নারীকে।

এখন সেই নাম্বারে ফোন করলেই ওপাশ থেকে একজন নারী ফোন ধরে বলছেন, রং নাম্বার।

Googleplus Pint
Noyon Khan
Posts 3481
Post Views 395