MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘ডিয়ার জিন্দেগী’র প্রথম ঝলকে শাহরুখ-আলিয়া

In সিনেমা জগৎ - Jul 19 at 9:16pm
‘ডিয়ার জিন্দেগী’র প্রথম ঝলকে শাহরুখ-আলিয়া

‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত নির্মাতা গৌরী শিন্ডে নতুন ছবি নির্মাণ করছেন। আর এতে প্রথমবারের মত আলিয়া ভাটের সঙ্গে শাহরুখ খানের জুটি বেশ সাড়া ফেলেছে বি-টাউনে। অনেকদিন থেকে সিনেমা সম্পর্কে নানান কথা শোনা গেলেও নিশ্চিত ছিল না সিনেমাটির নাম। এবার সেটি প্রকাশ করলেন ছবির নায়িকা খোদ আলিয়া ভাট। সেই সঙ্গে সিনেমার প্রথম ঝলক দর্শকদের উপহার দিলেন এই সময়ের জনপ্রিয় নায়িকা।


সম্প্রতি আলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহরুখ খানের সঙ্গে সিনেমা সংশ্লিস্ট একটি ছবি শেয়ার করেন। ফটো এডিটর ব্যবহার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া এবং শাহরুখ একে অন্যের সঙ্গে কথা বলছেন এবং ছবির টাইটেলে আলিয়া লিখেছেন ‘ডিয়ার জিন্দেগী’।

এতদিন সিনেমাটির শুটিংয়ের সময় ক্ল্যাপবোর্ডে সিনেমার নামের জায়গায় লেখা ছিল ‘প্রজেক্ট ফিফটিওয়ান’। আলিয়ার ছবির টাইটেল দেখে বলিউডে গুঞ্জন উঠেছে আগের নামটি চূড়ান্ত নয়। আলিয়া-শাহরুখের সিনেমার নাম তাহলে ‘ডিয়ার জিন্দেগী’।

প্রসঙ্গত, ছবির মূল নায়ক নন শাহরুখ। এই ছবিতে নাকি শাহরুখকে দেখা যাবে মাত্র ৩০ মিনিটের জন্য। তবে এই ৩০ মিনিটের উপস্থিতির জন্য তাকে শুটিং করতে হয়েছে ৪৯ দিন! এর কারণ ছবিতে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এই ছবির নায়িকা আলিয়া ভাট একজন নির্মাতার ভূমিকায় অভিনয় করছেন। আর আলিয়ার গুরুর ভূমিকায় থাকছেন শাহরুখ। এই বছরের নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5286
Post Views 410