MysmsBD.ComLogin Sign Up

বর খুঁজছেন দীপিকা পাড়ুকোন!

In সিনেমা জগৎ - Jul 19 at 2:30pm
বর খুঁজছেন দীপিকা পাড়ুকোন!

বর খুঁজছেন দীপিকা পাড়ুকোন। শুনেই অবাক হচ্ছেন। না অবাক হওয়ার কিছু নেই। এটা রিয়েল লাইফে কথা হচ্ছে না। আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে ‘পদ্মাবতী’ শুটিং।

যেখানে চিতোরের রানির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি সিনে রাওয়াল রতন সিংয়ের সন্ধান।

‘বাজিরাও মস্তানি’-র পর আবারও এক ইতিহাস সিনেপর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি।

এবার ফ্রেমে চিতোরের রানি পদ্মাবতীর কাহিনি। যেখানে রয়েছে রাম-লীলা জুটি। মানে রণবীর সিং দীপিকা পাড়ুকোন দুজনেই।

আগেই বলেছি রানি পদ্মাবতীর চরিত্রে থাকছেন দীপি। অন্যদিকে রণবীর রয়েছে রানির প্রেমিক সুলতান আলাউদ্দিন খলজির ভূমিকায়। এখন সমস্যা রতন সিংকে নিয়ে। যদিও জোর কদমে চলছে পদ্মাবতীর বরের কাস্টিংয়ের কাজ। আশা রাখছি খুব শিগগিরি আপনাদের জানাতে পারব তাঁর নাম।

এই ছবিতেই গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতাকে। কিছুদিন আগে নাকি সঞ্জয়ের অফিসে এসেছিলেন অভিনেত্রী। যদিও এখনও কোন চরিত্রে অঙ্কিতাকে দেখা যাবে তা জানা যায়নি।

Googleplus Pint
Noyon Khan
Posts 3489
Post Views 230