MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার শাকিবের নায়িকা শুভশ্রী

In সিনেমা জগৎ - Jul 18 at 4:25pm
এবার শাকিবের নায়িকা শুভশ্রী

এবার ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নাম ঠিক না হওয়া সিনেমাটি। এটি পরিচালনা করবেন জয়দেব।

এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘এখন পর্যন্ত আমার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে চূড়ান্ত করা হয়েছে। এ সিনেমাটিও শিকারি সিনেমার পরিচালক জয়দেব নির্মাণ করবেন। এখন গল্প বাছাইয়ের কাজ চলছে।’

লন্ডনে শুটিং করতে গিয়ে দেখা হয় শুভশ্রীর সঙ্গে। সেখানেই আড্ডা ও এ বিষয়ে কথা চূড়ান্ত করেন শাকিব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ মাসেই নতুন এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

শ্রাবন্তীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবার যৌথ প্রযোজনার শিকারি সিনেমায় অভিনয় করেছেন শাকিব। ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত সিনেমাটি দর্শক প্রিয়তা পেয়েছে। আর শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় অভিনয় করেছিলেন।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5440
Post Views 1054