MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কাঁধে চোট পেলেন ডেভিড ওয়ার্নার

In ক্রিকেট দুনিয়া - Jul 18 at 12:27pm
কাঁধে চোট পেলেন ডেভিড ওয়ার্নার

শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকদিন পরই তিন ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসন্ন সেই সফরকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া শিবিরে চলছে ব্যাপক প্রস্তুতি।

বোলারদের পাশাপাশি অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অজি ব্যাটসম্যানরাও। রোববার অনুশীলনের সময় কাঁধে চোট পান অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

ক্রিকেট মাঠে বাউন্সারের আঘাত লেগে ফিল হিউজের অসময়ে চলে যাওয়ার স্মৃতি এখনো তরতাজা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ব্যাটিং অনুশীলনের সময় কাঁধে চোট লাগে ওয়ার্নারের। তবে অস্ট্রেলিয়ান ওপেনারের চোট ততটা গুরুতর নয়। শঙ্কামুক্ত রয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া আঙ্গুলের চোটের কারণে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না ওয়ার্নার। অস্ট্রেলিয়া দল আজ এই প্রস্তুতি ম্যাচে লঙ্কান ‘এ’ দলের মুখোমুখি হবে। এই ইনজুরির ফলে জস হ্যাজলউড এবং মোজেস হেনরিকের মতো দর্শক হিসেবেই আজ খেলা দেখতে হবে ওয়ার্নারকে। ওপেনিংয়ে আজ তার পরিবর্তে খেলবেন শন মার্শ।

২৬ জুলাই ক্যান্ডিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্টেলিয়া।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5374
Post Views 184