MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

প্রেমিকার কাছে লেখা এক জঙ্গির শেষ চিঠি!

In দেশের খবর - Jul 18 at 10:45am
প্রেমিকার কাছে লেখা এক জঙ্গির শেষ চিঠি!

কুড়িগ্রামে আটক ৪ জঙ্গির মধ্যে সাহজামাল নামে এক জঙ্গির সঙ্গে ৮ম শ্রেণির এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

এমন একটি চিঠি তার কাছ থেকে পাওয়া গেছে। চিঠিটি সাহজামাল লিখেছে তার প্রিয়তমার উদ্দেশে।

এর আগে রোববার বিকেলে পৌর এলাকার উত্তর কামারপাড়াস্থ তৌহিদ ছাত্রাবাস থেকে জিহাদি বইসহ তাদের আটক করা হয়।

আটক সাহজামাল (২৫) অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। ফুলবাড়ী হাসপাতাল এলাকার হাছেন আলীর ছেলে।

চিঠিতে যা লেখা ছিল,,,‘প্রিয়তমা পত্রের শুরুতে রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজ দৈর্ঘ্য (দীর্ঘ) দিন ধরে তোমার সাথে সম্পর্ক করে এসেছি। যদি আমার অজানাতে ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমার সাথে আমার ওয়াদা ছিল তা আর রাখতে পারলাম না।

কারণ আমি এমন এক সংগঠনের সাথে চুক্তি বদ্ধ হয়েছি, তা দুনিয়াতে আমার জন্য কয়েদখানা এবং পরকালে রয়েছে আল্লাহর জান্নাত, তাই এই শহিদী কাফেলার নেতার হুকুম অমান্য করতে পারিনা। শহীদ হতে কোন ভয় নেই।’ সা, (শেষে এই সাংকেতিক চিহৃ ছিল)।

Googleplus Pint
Noyon Khan
Posts 2732
Post Views 680