MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৮ মাসের শিশুর গলায় আটকালো পুঁটি মাছ!

In সাধারন অন্যরকম খবর - Jul 17 at 10:01pm
৮ মাসের শিশুর গলায় আটকালো পুঁটি মাছ!

আট মাসের শিশুর গলায় আটকে গিয়েছিল আস্ত পুঁটি মাছ। অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাওয়ার সময় ছিল না।

ওয়ার্ডেই হলো অপারেশন। বিপন্ন শিশুকে বাঁচিয়ে দিলেন ভারতের মালদার সরকারি হাসপাতালের চিকিত্সকরা।

মালদার কালিয়াচকের বাসিন্দা রফিকুল ইসলাম। বাজার থেকে কিনে আনা মাছ কেটেকুটে রাখা ছিল রান্নাঘরে।

হঠাত্ই সেই মাছ মুখে পুরে দেয় রফিকুলের ৮ মাসের মেয়ে নাফিসা। গলায় আটকে যায় মাছ। দম বন্ধ হওয়ার উপক্রম হয় মেয়ের। কোনো রকমে মেয়েকে নিয়ে হাসপাতালে রওনা হন রফিকুল।

ওটিতে নিয়ে যাওয়ার সময় ছিল না। ওয়ার্ডেই অপারেশন করে নাফিসাকে বাঁচান চিকিত্সকরা। চিকিত্সকদের তত্পরতায় খুশি পরিবার। ভাগ্যিস ডাক্তারবাবুরা ছিলেন, বলছেন নাফিসার মা।

Googleplus Pint
Noyon Khan
Posts 2753
Post Views 465