MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সোহমের ছেলের ছবি প্রকাশ

In বিবিধ বিনোদন - Jul 17 at 4:26pm
সোহমের ছেলের ছবি প্রকাশ

টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। গত শুক্রবার পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। বাবা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর অভিনন্দনে ভাসতে থাকেন এ অভিনেতা। এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন নতুন এ অতিথির ছবি।


প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন সোহমের স্ত্রী তনয়া। তার হাতের উপর শোয়ানো আছে সদ্যজাত শিশুটি। পাশেই হাস্যউজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন সোহম।

২০১২ সালের ২৩ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহম-তনয়া। তারপর সন্তানের অপেক্ষা। তবে ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন এ নিয়ে তাদের বিশেষ কোনো পছন্দ ছিল না, সুস্থ সন্তানই তাদের কাম্য ছিল। অবশেষে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5409
Post Views 661