MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান!

In বিবিধ বিনোদন - Jul 17 at 1:11pm
রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান!

পাগলা ঘোড়ার মতো ছুটছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা 'সুলতান'। মুক্তির কয়েকদিনেই গড়ে ফেলেছে অনেক রেকর্ড।

শুধু ভারতেই নয়, সালমানের সিনেমা মুক্তি পেয়েছে দেশের বাইরেও। সালমানের সিনেমা মানেই হিট। সেই হিটের তালিকায় প্রবেশ করেছে সুলতানও।

সুলতানে মজেছেন ভাইজানের ভক্তরা। শুধু সালমান ভক্তরাই নন, বলিউড তারকারাও সালমানের এই ছবি দেখে মুগ্ধ। সেই মুগ্ধ তারকাদের মধ্যে রয়েছেন রণবীর সিংও।

সম্প্রতি, প্যারিসের একটি থিয়েটারে সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবি দেখতে গিয়েছিলেন রণবীর সিং। ছবিটির একটি গানের সময় সেখানে উঠে নাচা শুরু করেন তিনি। দর্শকরাও বিষয়টিতে বেশ মজা পায় এবং তার সাথে নাচতে শুরু করে। পুরো থিয়েটারে এই আনন্দ ছড়িয়ে পড়ে।

একজন সাংবাদিক সালমানকে জিজ্ঞাস করেছিলেন রণবীরের এই নাচের ভিডিও দেখেছেন কিনা-উত্তরে সালমান মজা করে বলেছেন, আমি তার মাথায় চেয়ার ভাঙতে চাইতাম। তাকে স্ট্যান্ট না করে ছবি দেখতে বলতাম। দর্শকরা ‘সুলতান’ না দেখে তার দিকে আকৃষ্ট হচ্ছে। আমাদের উচিত তার বিরুদ্ধে জরিমানা করা।

নিজের হাস্যরসাত্মক মন্তব্যের জন্য বেশ পরিচিত সালমান। তার এই মন্তব্য সেটি আবারো স্মরণ করিয়ে দিল।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5374
Post Views 607