MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

তুরস্কে আটকা পড়লেন মিমি চক্রবর্তী!

In বিবিধ বিনোদন - Jul 16 at 11:29pm
তুরস্কে আটকা পড়লেন মিমি চক্রবর্তী!

তুরস্ক জুড়ে অস্থিরতা বিরাজ করছে। শুক্রবার রাতে সেনা অভ্যুত্থানের সম্মুখীন হল দেশটি। শেষ খবর পাওয়া পর্যন্তএই অভ্যুত্থানের চেষ্টায় ৯০ জনের মৃত্যু হয়েছে।

খবরে জানানো হচ্ছে সেনা অভ্যুত্থান সফল হয়নি। তুরস্কের এই যখন অবস্থা সিনেমার শুটিংয়ে গিয়েছিল পরিচালক বিরসা দাশগুপ্তের প্রায় ৪২ জন সদস্যের টিম। শুক্রবার রাতের এই ঘটনায় গোটা টিম আটকে পড়েছে সেখানে।

ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় একটি ছবির শুটিংয়ে এখন ইস্তাম্বুলে রয়েছেন বিরসা। ছবির নায়িকা মিমি এবং নায়ক যশ দাশগুপ্তও রয়েছেন ওই টিমে। রয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসুও। ভেঙ্কটেশ ফিল্ম জানিয়েছে, সকলে সুরক্ষিত আছেন। শহরের একটি হোটেলে রয়েছে পুরো টিম।

এ দিকেশুক্রবার রাত সাড়ে তিনটার সময় বাড়িতে ফোন করে স্ত্রী বিদীপ্তা চক্রবর্তীকে তুরস্কের পরিস্থিতির কথা জানান বিরসা। পাশাপাশি, তারা যে সুরক্ষিত রয়েছেন এ কথাও জানান তিনি।

ভেঙ্কটেশ ফিল্মের এই ছবি দিয়েই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। আগামী ১৫ অগস্ট পর্যন্ত শুটিং সিডিউল নিয়ে ইস্তাম্বুলে গিয়েছেন কাস্ট অ্যান্ড ত্রু।

চলতি মাসের শুরুর দিকে ইস্তাম্বুল পৌঁছেছেন তারা। তবে এই পরিস্থিতিতে শুটিং কতটা করা সম্ভব, সেটা সময় বলে দেবে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2745
Post Views 650