MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইমরান হাশমির নতুন ছবি 'রাজ রিবুট'

In সিনেমা জগৎ - Jul 16 at 5:31pm
ইমরান হাশমির নতুন ছবি 'রাজ রিবুট'

এবার ইমরান হাশমিকে ভূতের চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। ছবিটির একটি মোশন পোস্টার ইতোমধ্যে ইউটিউবে বের হয়েছে।

ইমরান হাশমি ছবিটির গল্পের বিষয়ে বলেন, আমি এটুকু বলতে পারি, এমন ভয়ংকর ছবি আমরা আর দেখিনি। রোমানিয়ায় দু'মাস ধরে ছবিটির শুটিং করেছি। এ রকম অভিজ্ঞতা আগে কখনোই হয়নি। মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছি। জায়গাটা ছিলো জনমানবশূন্য।

আমরা এমন একটি ভীতিকর কাহিনির ছবি বানাচ্ছিলাম, যা এর আগে কেউ চেষ্টা করেননি।

ইমরান হাশমি নিজেই বললেন, আমি কি ভয় পেয়েছিলাম? হ্যাঁ একটু। কিন্তু সম্প্রতি আমার জীবনে যা ঘটে গেছে, এখন আর কিছুতেই ভয় পাই না।

'রাজ' সিরিজের চতুর্থ ছবিটির নাম 'রাজ রিবুট'। ইমরান হাশমি জানালেন, আগামী ১৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে সিনেপাড়ায় ছবিটি বেশ আলোড়ন তুলেছে। ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট। প্রযোজনা করেছেন মুকেশ ভাট, ভূষণ কুমার ও কৃষাণ কুমার।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Googleplus Pint
Noyon Khan
Posts 2739
Post Views 407