MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

আপনি কি জুতো দেখে পরেন?

In লাইফ স্টাইল - Jul 15 at 4:13pm
আপনি কি জুতো দেখে পরেন?

আমরা সকলেই দিনের কোনও না কোনও সময় জুতো পরিধান করি। অফিসে যাওয়ার সময়, বাইরে কোনও কাজে যাওয়ার সয়ম আমরা জুতো পরি। তবে অনেকেই জুতো পরার সময় তাড়াহুড়োতে জুতোটি পরার আগে তার ভিতরটা কী একবারের জন্যও দেখেনি?

অনেকেই সেই কাজটা করেন না। আর তার ফলেই যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। এই যেমন সেদিনের ঘটনা। অল্পের জন্য জুতো পড়তে গিয়ে প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। প্রতিদিনই বাড়ি থেকে বেরনোর ঠিক আগেই জুতোটা পায়ে গলিয়ে চলে যান জনৈক ওই ব্যক্তি।

সেদিনও তাই করতে গিয়েছিলেন। হঠাত্ই মনে হয় জুতোর ভিতর কিছু একটা রয়েছে। ভালো করে দেখতে গিয়ে চোখে পড়ে একটি বিষাক্ত সাপ নিজের জায়গা তৈরি করেছে সেখানে।

একটু নাড়া পড়তেই সোজা ফণা তুলে মাথাটি বের করে আনে সাপটি। কোনও মতে বিপদ এড়ান ওই ব্যক্তি।

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3466
Post Views 261