MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আগামীকাল ছায়াশূন্য হবে পবিত্র কাবা ঘর!

In ইসলামিক সংবাদ - Jul 14 at 5:53pm
আগামীকাল ছায়াশূন্য হবে পবিত্র কাবা ঘর!

আগামী শুক্রবার মুসলমানদের ধর্মীয়স্থান পবিত্র কাবা ঘরের ঠিক উপরে সূর্য অবস্থান করবে। আর এর ফলে কিছু সময়ের জন্য কাবা ঘরের কোনো ছায়া দেখা যাবে না।

অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট মাজেদ আবু জহির বলেছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে সূর্য মধ্য আকাশে অবস্থান করবে। এসময় সূর্য কাবা ঘরের ঠিক ওপরে থাকায় এর কোনো ছায়া দেখা যাবে না। কর্কটক্রান্তি রেখা থেকে সূর্য বিষুবরেখার দক্ষিণে ফেরার সময় এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগে গত মে মাসে এবার ছায়াশূন্য হয়েছিল পবিত্র কাবা ঘর।

সূত্র : আরব নিউজ।

Googleplus Pint
Noyon Khan
Posts 2742
Post Views 2105