MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অ্যাকশন শুধরে মাঠে নামছেন ভিটরি

In ক্রিকেট দুনিয়া - Jul 14 at 5:32pm
অ্যাকশন শুধরে মাঠে নামছেন ভিটরি

অ্যাকশন অবৈধ হওয়ায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন জিম্বাবুয়ের বোলার ব্রায়ান ভিটরি। বাংলাদেশের বিপক্ষে খুলনায় খেলার সময় অভিযুক্ত হয়েছিলেন তিনি। তবে অ্যাকশন পরিবর্তন করায় আবারও খেলার অনমুতি পেয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন ভিটরি। অ্যাকশন শুধরে নেওয়ায় গত মাসে ছাড়পত্র পান। যার মধ্য দিয়ে শুক্রবার আবারও ক্রিকেট ফিরছেন তিনি। বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে ‘এ’ দল। সেখানে ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে ভিটরিকে।দলে মূল আক্রমণে বাঁহাতি এ বোলারের সঙ্গে আরও আছেন সিংগি মাসাকাদজা।

এ বছরের শেষ দিকে ব্যস্ত সূচি কাটাবে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে তারা। এ মাসের শেষে কুইন্স স্পোর্টস ক্লাবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটি খেলবে জিম্বাবুয়ে। আর এই সিরিজেও খেলার ব্যাপারে আশাবাদী ভিটরি। এদিকে এ বছরের শেষে শ্রীলঙ্কার বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট খেলবে দলটি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5188
Post Views 92