MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বাজেট সাশ্রয়ী স্মার্টফোন লেনোভো ভাইভ সি২

In মোবাইল ফোন রিভিউ - Jul 14 at 3:52pm
বাজেট সাশ্রয়ী স্মার্টফোন লেনোভো ভাইভ সি২

চীনা প্রতিষ্ঠান লেনোভো ভাইভ সিরিজের বাজেট ফোন লেনোভো ভাইভ সি২ অফিসিয়ালি উন্মুক্ত করেছে। তবে এর আগে বলা হয়েছিলো এই ফোনটি ২০১৬ মটো ই হিসেবে আসবে।

স্মার্টফোনটির ফিচারে রয়েছে ১২ ৮০*৭২০ রেজ্যুলিউশনের ৫ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক এমটি৬৭৩৫পি প্রসেসর এবং ১ গিগাহার্টজ মালি-টি৭২০এমপি২ জিপিইউ। এই ডিভাইসে রয়েছে ১ জিবি র‍্যাম এবং ৮ অথবা ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ডুয়েল সিমের এই ফোন ৪জিবি এলটিই এবং এক্সপ্যান্ডেবল স্টোরেজ সুবিধাসম্পন্ন।

আর ছবি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে প্রতিষ্ঠানের নিজেদের ভাইভ ইউআই সহ অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ২,৭৫০ এমএএইচ ব্যাটারি।

ফোনটি রাশিয়ায় উন্মুক্ত করা হয়েছে তবে দামের ব্যাপারে কোন তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5286
Post Views 516