MysmsBD.ComLogin Sign Up

সমুদ্রস্নানে মেতে রইলেন কোহলিরা!

In খেলাধুলার বিবিধ - Jul 14 at 1:40pm
সমুদ্রস্নানে মেতে রইলেন কোহলিরা!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বিরাট কোহলিরা বেরিয়ে পড়লেন সমুদ্র সফরে! সেন্ট নেভিস দ্বীপে ওয়াটার স্পোর্টসে মেতে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা।

হেড কোচ অনিল কুম্বলের সিদ্ধান্তে সমুদ্র সফরের আয়োজন করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই যিনি জোর দিচ্ছেন দলগত সংহতি বাড়ানোর ওপর। ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে কুম্বলে ক্রিকেটারদের জন্য মিউজিক সেশনের ব্যবস্থা করেছিলেন।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেও ভারতীয় ক্রিকেটারদের সংহতি বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার থেকে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। তার আটচল্লিশ ঘণ্টা আগে কোহলি-শিখর ধাওয়ানদের নিয়ে বোটে চেপে কুম্বলে চলে গিয়েছিলেন সেন্ট নেভিস দ্বীপ সংলগ্ন সমুদ্রে।

সেখানে স্কুবা ডাইভিং ও স্নরকেলিংয়ের মতো অভিযানে মেতে থাকতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। তিন নির্বাচক— সন্দীপ পাটিল, বিক্রম রাঠৌর ও গগন খোডাকেও দেখা গিয়েছে ক্রিকেটারদের সঙ্গে।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে কোহলিদের একাধিক ছবি পোস্ট করে।

জানানো হয়, লম্বা সিরিজ শুরু হওয়ার আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখার জন্যই এই উদ্যোগ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3518
Post Views 169