MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৫৫০ কোটি রুপির চুক্তিতে হৃত্বিক

In সিনেমা জগৎ - Jul 14 at 12:23am
৫৫০ কোটি রুপির চুক্তিতে হৃত্বিক

৫৫০ কোটি রুপির চুক্তি করেছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। নিজের আগামী ছয়টি ছবি ছোট পর্দায় প্রচারের অনুমতি প্রদানের জন্য এই চুক্তিতে সই করেছেন বলে জানা গেছে।

হৃত্বিকের ‘জিন্দেগি না মিলেগি দোবার’ (২০১১), ‘ অগ্নিপথ’ ( ২০১২), ‘কৃষ ৩’ (২০১৩, ‘ব্যাং ব্যাং’ (২০১৪) ছবিগুলোর প্রত্যেকটি বক্স অফিস শত কোটি রুপি আয় করেছে। আর এজন্যই নাকি এই অভিনেতাকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

এর আগে এ ধরণের চুক্তি হয়েছিলো সালমান খানের সঙ্গে। ভারতের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন নেটওয়ার্ক তাকে প্রায় ৫০০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করে। ফলে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত তার অভিনীত ছবিগুলোর প্রিমিয়ার ও সম্প্রচারে স্বত্ত্ব পেয়েছেন তারা।

শোনা গেছে, বরুণ ধাওয়ানও নাকি তার আসন্ন ছবি ‘জুড়ুয়া ২’ ছবির জন্য ৩০০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

‘কৃষ’ তারকা হৃত্বিককে আগামীতে আশুতোষ গোওয়ানিকার ‘মহেঞ্জেদারো’ ও সঞ্জয় গুপ্তর ‘কাবিল’ ছবিতে দেখা যাবে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5446
Post Views 590