MysmsBD.ComLogin Sign Up

আসছে নুসরাত-অঙ্কুশ জুটির নতুন ছবি, কী ছবি জেনে নিন

In সিনেমা জগৎ - Jul 13 at 7:17pm
আসছে নুসরাত-অঙ্কুশ জুটির নতুন ছবি, কী ছবি জেনে নিন

‘জামাই ৪২০’-এ সুন্দরী নুসরাতের সঙ্গে জুটি বেঁধেছিলেন ডান্সিং স্টার অঙ্কুশ। দু’জনের অন-স্ক্রিন কেমিস্ট্রি যে তুখোড় ছিল সেটা যাঁরা এই ছবি দেখেছেন তাঁরাই জানেন। আবার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কেলোর কীর্তি’-তেও একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা।

এই হিট জুটি আবার আসছেন দর্শকদের মনোরঞ্জন করতে। গত মাসেই হয়ে গিয়েছে নতুন এই ছবির মহরত, যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এই ছবিটি যে ‘পরিচালকের প্রথম ছবি’ তা জানা গিয়েছে। পরিচালক রবি কিনাগীর প্রাক্তন সহ-পরিচালক পথিকৃৎ বসু পরিচালনা করছেন অঙ্কুশ-নুসরাতের এই নতুন ছবি।

এছাড়া এই ছবিতে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু এবং লাবণী সরকার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। কলকাতার বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7106
Post Views 1528