MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আসছে রণবীর-দীপিকার নতুন ছবি 'পদ্মাবতী'

In সিনেমা জগৎ - Jul 13 at 8:35am
আসছে রণবীর-দীপিকার নতুন ছবি 'পদ্মাবতী'

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এই সফল জুটিকে নিয়ে আবারও ছবি নির্মাণ করতে যাচ্ছেন সঞ্জয়লীলা বানসালি। নতুন ছবি 'পদ্মাবতী'তে ঘটবে এই ত্রয়ীর রসায়ন।

সঞ্জয়লীলা বানসালির 'রামলীলা', 'বাজিরাও মাস্তানি'র সাফল্যের পর এ সফল জুটিকে নিয়ে নতুন ছবি নির্মাণ করতেই বানসালির যতো আগ্রহ।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এ ছবির শুটিং। আর ছবি মুক্তির সময়টা হবে ডিসেম্বর ২০১৭।

বানসালির ছবির গল্পে থাকবে বৈচিত্র্য—এটাই স্বাভাবিক। এবারের ছবির গল্প ঐতিহাসিক। ১২০০–১৩০০ শতাব্দীর সম্রাট আলাউদ্দিন খিলজির শাসনামলে তারই কুক্ষিগত করে রাখা চিতোরের রানি পদ্মাবতীর কাহিনি উঠে আসবে এ ছবিতে। আর পদ্মাবতীর চরিত্রেই দেখা যাবে দীপিকাকে।

বানসালি এ ছবির চিত্রনাট্যকার হিসেবে নিয়েছেন তার বাজিরাও মাস্তানির প্রকাশ কাপাদিয়াকেই। এ ছবিরই সংগীত পরিচালক শ্রেয়াস দুরানিক তার টুইটারে পদ্মাবতীর সংগীত পরিচালক হিসেবে নিজের নাম উল্লেখ করলেও এখনো সেটা নিশ্চিত করেননি পরিচালক সঞ্জয়লীলা বানসালি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2740
Post Views 178