MysmsBD.ComLogin Sign Up

বিয়ে করছেন রণবীর-দীপিকা!

In বিবিধ বিনোদন - Jul 13 at 8:33am
বিয়ে করছেন রণবীর-দীপিকা!

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমলীলা নিয়ে কম জল ঘোলা হয়নি। তাদের একে-অপরের প্রতি আচরণ দেখেই বোঝা যায়, তারা একে-অপরের প্রতি ভালবাসায় সিক্ত। তবে এই ভালবাসার ও তো একটা নাম দেয়া প্রয়োজন!

রণবীর-দীপিকা একে-অপরের সাথে খুব ভাল সময় পার করছে। স্পেনে একসাথে মঞ্চ মাতানোর পর তারা অস্ট্রিয়া পাড়ি জমিয়েছেন। তাদের মা-বাবা ও বোন সেখানে হাজির হন। তারা নিজেদের পরিবারের সাথে একত্রে অনেক সুন্দর মুহূর্ত কাটায়।

বর্তমানে তারা সকলের সামনে একে-অপরের সাথে নিজেদের প্রেমের সম্পর্ক খোলামেলা দেখিয়ে চলছে। এতে বোঝা যায়, তারা একে-অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।

ইন্ডিয়া ফোরামসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পরিবারের মাঝে তাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথমদিকে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হচ্ছে বলেও শোনা যায়।

Googleplus Pint
Noyon Khan
Posts 3294
Post Views 224