MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মৃত বাবার গ্লাভসের ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় শিশু!

In ভয়ানক অন্যরকম খবর - Jul 12 at 3:00pm
মৃত বাবার গ্লাভসের ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় শিশু!

মারা গেছে শিশুটির বাবা। আর মৃত বাবার গ্লাভসের ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় শিশু। হৃদয়ে নাড়া দেয়া এক ঘটণা। বাবা কি জিনিস বুঝে উঠতে পারেনি শিশুটি। এর পরেও বাবার ব্যবহার করা গ্লাভসে তৃপ্তিতে ঘুমাচ্ছে শিশুটি।

এখন শিশুটির বয়স মাত্র প্রায় দেড় মাস। এই মর্মস্পর্শী ঘটনাটি যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসের।ছবিটি তুলেছিলেন ফোটোগ্রাফার কিম স্টোন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির সঙ্গে কিছু বর্ণনা দিয়েছেন তিনি।

ডেইলি মেইলকে এর পুরো ঘটনাটি বলতে বলতেই কেঁদে ফেলেছিলেন শিশুটির মা ক্যাথরিন সিবল উইলিয়ামস। তিনি জানান, ওর জন্মের চার মাস আগে মারা যায় আমার স্বামী।

উইলিয়াম জানায়, বন্ধুর গুলিতে মারা যায় ওর বাবা। এর আগে ওর বাবা আমাকে বলেছে, আমার কিছু হলে এই সন্তানকে তুমি মানুষ করবে। তিনি বলেন, ওর বাবা অনেক জোরে গাড়ি চালাত।

গ্লাভস ও হেলমেট ব্যবহার করত। ও জন্মের আগে আমার অনুরোধে আস্তে গাড়ি চালানো শুরু করে। কিন্তু বন্ধুর গুলিতে মারা যায় ও। এখন বাবার গ্লাভসে খুব ভালো ঘুম হয় বাচ্চার।

Googleplus Pint
Noyon Khan
Posts 2739
Post Views 456