MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা

In ক্রিকেট দুনিয়া - Jul 12 at 9:56am
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান রস্টন চেস। তবে দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক দিনেশ রামদিনের। বাদ পড়েছেন পেসার কেমার রোচও।

আর টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানানোয় আরেক পেসার জেরোম টেলরকে দলে রাখেনি ডব্লিউআইসিবি।

১২ সদস্যের দলে বিশেষজ্ঞ ফাস্ট বোলার একমাত্র শ্যানন গ্যাব্রিয়েল। পেস আক্রমণে তাকে সঙ্গ দেবেন অলরাউন্ডার কার্লোস ব্রাফেট ও অধিনায়ক জেসন হোল্ডার। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শুধুমাত্র দেবেন্দ্র বিশু।

আগামী ২১ জুলাই এন্টিগায় শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড :
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাফেট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাফেট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চান্দ্রিকা, রস্টন চেস, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, লিওন জনসন ও মারলন স্যামুয়েলস।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 237