MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নগ্নতা যখন প্রতিবাদের হাতিয়ার!

In বিবিধ বিনোদন - Jul 12 at 7:56am
নগ্নতা যখন প্রতিবাদের হাতিয়ার!

অনৈতিক ভাবে দেশবাসীর ওপর চাপিয়েছিলেন অতিরিক্ত রাজস্ব কর। লেডি গডিভিয়া স্বামীর এমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নগ্নতাকে হাতিয়ার করেছিলেন। নগ্ন হয়ে ঘোড়ার চেপে গোটা শহর ঘুরেছিলেন তিনি। এবার তার দেখানো পথই প্রতিবাদ হিসাবে বেছে নিলেন এমিলি।

নগ্নতাকে দুনিয়ায় সামনে অন্যমাত্রা দিয়েছেন কিম কার্দারশিয়ান। কিমকের নগ্নতাকে সমর্থন করতেই নগ্নতাকেই হাতিয়ার করলেন মডেল এমিলি। সম্প্রতি ‘হরপরস বাজার’ ম্যাগাজিনের জন্য ন্যুড হয়ে ক্যামেরার সামনে এসেছেন তিনি। যেখানে লেডি গডিভিয়া মতো ঘোড়ার বসে নগ্ন হয়ে চার ফ্রেমে বন্দি হয়েছে এই মডেল।

কিছুদিন আগে কিমের সঙ্গে বাথরুমে একটি টপলেস সেলফি পোস্ট করেছিলেন এমিলি। যা ঝড় তুলেছিল সাইবার দুনিয়ায়, এবার একা এমিলি তুফানে তোলপাড় নেটদুনিয়া।

Googleplus Pint
Noyon Khan
Posts 2726
Post Views 602