MysmsBD.ComLogin Sign Up

স্কুলে কোন বিষয় প্রিয় ছিল শাহরুখের? জেনে নিন এমন ৭টি অজানা তথ্য

In বিবিধ বিনোদন - Jul 12 at 12:16am
স্কুলে কোন বিষয় প্রিয় ছিল শাহরুখের? জেনে নিন এমন ৭টি অজানা তথ্য

শাহরুখ সুযোগ পেলেই আড্ডা দেন তাঁর ফ্যানেদের সঙ্গে। তাঁর টুইটার হ্যান্ডলে তিনি নিয়মিত কথা বলেন অনুগামীদের সঙ্গে। তাঁদের হাজারো একটা প্রশ্নের উত্তরও দেন। আজ দুপুরে তাঁর টুইটার হ্যান্ডলে ছিল একটি বিশেষ আড্ডা সেশন— ‘আস্ক এসআরকে’।

সেখানেই উঠে এল এই ৫টি তথ্য.....

১) স্কুলে শাহরুখের প্রিয় বিষয় ছিল ‘বায়োলজি’।

২) শাহরুখের দেখা প্রথম হলিউড সিনেমা, দিল্লির অর্চনা থিয়েটারে দেখা ‘হোয়্যার ইগলস ডেয়ার’।

৩) শাহরুখের প্রিয় হলিউড অভিনেতা জেনিফার লরেন্স এবং মেরিল স্ট্রিপ।

৪) ছোটবেলা থেকে শাহরুখের নেশা কী? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন তাঁর ‘হার্টবিট’।

৫) নিজের স্টান্ট নিজে করতে গিয়ে এ পর্যন্ত ৯টি চোট পেয়েছেন তিনি।

৬) শাহরুখের ছেলেমেয়েদের নাম তিনি নিজেই রেখেছেন।

৭) সকালে ঘুম থেকে উঠে তিনি প্রথম কী ভাবেন এই প্রশ্নের উত্তের তিনি বলেন যে তিনি ভাবেন তাঁর এখনই আবার ঘুমিয়ে পড়া উচিত।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6704
Post Views 351