MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নিজ প্রেমিক ও স্বামী সম্পর্কে জানালেন আলিয়া!

In বিবিধ বিনোদন - Jul 11 at 11:05pm
নিজ প্রেমিক ও স্বামী সম্পর্কে জানালেন আলিয়া!

কিছুদিন পূর্বে আলিয়া ও শহিদ কাপুরের ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকমহলে তা অনেক প্রশংসা কুড়িয়েছে। সিনেমার নামের মতই এই সফলতাও চারদিকে উড়ে বেড়াচ্ছে। তাই সিনেমায় অভিনয় করা সকলে খুব ভাল মেজাজে রয়েছে।

আলিয়াকে যখনি তার ভালবাসা সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়, তখনি তিনি চুপ হয়ে যায়। সিদ্ধার্থের সাথে প্রেম জীবন সম্পর্কে কোন প্রশ্ন করলেও উত্তর পাওয়া যায় না। কিন্তু এবার মিডিয়ার সামনে মুখ খুললেন তিনি। নিজের স্বামী ও বয়ফ্রেন্ড অর্থাৎ প্রেমিককে নিয়ে কথা বললেন তিনি।

আলিয়া অভিনয়কে স্বামী বলে সম্বোধন করেছেন এবং গানকে প্রেমিক বলে। তার মতে তিনি তার কাজের সাথে দীর্ঘ সম্পর্কে জড়িয়ে আছে। সে আরও জানায়, গান গাইতে তিনি খুব ভালবাসে। কিন্তু কতদিন গানের সাথে তার প্রেম চলবে তার কোন ঠিক নেই।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5482
Post Views 486