MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কৃত্রিম সংকট সৃষ্টি করে চলছে সিনেমার টিকিট কালোবাজারি

In সিনেমা জগৎ - Jul 11 at 2:09pm
কৃত্রিম সংকট সৃষ্টি করে চলছে সিনেমার টিকিট কালোবাজারি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবছর মুক্তি পেয়েছে চারটি চলচ্চিত্র। এর মধ্যে দুটি ছবি যৌথ প্রযোজনার এবং দর্শকদের আগ্রহের শীর্ষে অবস্থান করছে। এই সুযোগের অপব্যবহার করে কিছু অসাধু ব্যাক্তি নেমেছে টিকিট কালোবাজারিতে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শাকিব-শ্রাবন্তী আর জিত-নুসরাত ফারিয়া জুটিদ্বয়ের সিনেমা দেখতেই দর্শকদের আগ্রহ বেশী। এই সুযোগে আগেই টিকিট বিক্রি হয়ে গেছে বলে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কিছু প্রেক্ষাগৃহে ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। তারপর প্রেক্ষাগৃহের বাইরে অবাধে চলে কালোবাজারি। এক একটি টিকিট তিনগুণ চারগুণ দামে বিক্রি হচ্ছে। জিত-শাকিবদের ভক্তকুল নিরুপায় হয়ে এই দামেই কিনছে।

এ ব্যাপারে হল মালিকদের সঙ্গে কথা বললে তারা সাফ জানিয়ে দেন যে এসবের সঙ্গে তারা জড়িত নন। কালোবাজারি ধরা পুলিশের কাজ।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1514
Post Views 76