MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সহিংস বা বিরক্তিকর ভিডিও সরাবে না ফেসবুক!

In ইন্টারনেট দুনিয়া - Jul 11 at 9:53am
সহিংস বা বিরক্তিকর ভিডিও সরাবে না ফেসবুক!

এখন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। এর মাধ্যমে মানুষ যে কোন বিষয় সহজেই অন্যকে জানাতে পারছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। এর সাহায্যে কোন ঘটনার লাইভ ভিডিও দেখানও যাচ্ছে। সেটা সহিংস ভিডিও হোক বা যত খারাপ ভিডিও হোক না কেন।

সম্প্রতি ঘটে যাওয়া কিছু সহিংসতার ভিডিও নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, যত সহিংস বা বিরক্তিকর ভিডিও, ছবি হোক না কেন, তারা তা সরাবে না। হ্যাঁ! ভিডিওটি যদি সহিংসতাকে উসকে দেয়, তাহলে সেটি ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে ফেসবুক সরিয়ে দিতে পারে।

তাদের ভাষ্য, সহিংসতাকে উসকে দেয়া হলে গ্রাফিক্স কনটেন্ট সরিয়ে ফেলা হবে। কিন্তু যদি সহিংসতার কনটেন্ট শেয়ারের উদ্দেশ্য বিষয়টি জানানো বা দুঃখ প্রকাশের জন্য হয়, সে ক্ষেত্রে ফেসবুকের নীতিমালা ভঙ্গ হবে না।

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 104