MysmsBD.ComLogin Sign Up

'সুলতান' ছবিতে সালমানের যে দৃশ্য দেখে অঝড়ে কাঁদলেন হারশালি!

In সিনেমা জগৎ - Jul 10 at 10:47pm
'সুলতান' ছবিতে সালমানের যে দৃশ্য দেখে অঝড়ে কাঁদলেন হারশালি!

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত 'সুলতান' ছবিটি বক্স অফিস মাতাচ্ছে। শুধু মাতাচ্ছে বললে ভুল হবে, কারণ ছবিটি মুক্তির তিন দিনের মধ্যে ১০০ কোটি রুপির অধিক আয় করেছে।

গেল ৫ জুলাই সুলতান মুক্তির পর তিন দিনে এটির আয় দাঁড়িয়েছে ১০০ কোটি রুপি। এর মধ্য দিয়ে এ
নিয়ে সালমানের দশটি ছবি ১০০ কোটির ক্লাব অতিক্রম করলো।

তবে এই ছবিটিতে সালমানের অভিনয় তুমুল প্রশংসিত হচ্ছে। প্রশংসায় সামিল হয়েছেন আমির খান, করণ জোহর থেকে শুরু করে বলিউডের অনেক সেলিব্রেটি।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে 'বাজরঙ্গি ভাইজান' ছবিতে তার সহ-অভিনেতা হারশালি মালহোত্রা। এক টু্ইট বার্তায় সে সালমান চাচার প্রশংসা করে।

সেইসঙ্গে ছবিটিতে সালমানের প্রতিটি অ্যাকশন দৃশ্য দেখে সে অঝড়ে কেঁদেছে বলেও জানায়। মুভিটির প্রতিটি অ্যাকশন দৃশ্যে সালমানের কষ্টও সে অনুভব করেছে বলেও টুইটে জানায়।

Googleplus Pint
Noyon Khan
Posts 3474
Post Views 734