MysmsBD.ComLogin Sign Up

এবার আমির-মাধুরীর ‘দিল’ সিনেমার সিক্যুয়েল!

In সিনেমা জগৎ - Jul 10 at 2:05pm
এবার আমির-মাধুরীর ‘দিল’ সিনেমার সিক্যুয়েল!

গত এক দশক ধরে বলিউড সিক্যুয়েল তৈরির দিকে ঝুঁকেছে। ইতিমধ্যেই বহু ছবির সিক্যুয়েল হয়েছে। এর মধ্যে বহু ছবি বাণিজ্যিকভাবে সাফল্যের মুখও দেখেছে।

এবার ১৯৯০-এর ব্লক বাস্টার ‘দিল’-এর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ইন্দ্র কুমার। আমির খান ও মাধুরী দীক্ষিতের এই ছবি নব্বই-এর দশকে বলিউডের হিট ছবিগুলির মধ্যে অন্যতম। রোমান্টিক ছবি হিসেবে আজও ‘দিল’ সিনেমাপ্রেমীদের মনে গেঁথে রয়েছে।

আমির খান ও মাধুরী দীক্ষিতের ফিল্মি কেরিয়ারকে শীর্ষে পৌঁছতেও ‘দিল’ ছবিটির সাফল্য ব্যাপকভাবে সাহায্য করেছিল। সেই ‘দিল’-এর কোনও সিক্যুয়েল তৈরি করা যায় কি না তা নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে বলিউডে।

এবার ছবির প্রযোজক এবং পরিচালক ইন্দ্র কুমার জানিয়েছেন ‘দিল’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। চলতি বছরের শেষেই কাজ শুরু হবে এই ছবির। তবে নায়ক-নায়িকা কে হচ্ছেন তা এখনো বলেননি ইন্দ্র কুমার।

Googleplus Pint
Noyon Khan
Posts 3489
Post Views 350