MysmsBD.ComLogin Sign Up

Search Unlimited Music, Videos And Download Free @ Tube Downloader

প্রেমিকা না থাকার সুবিধা!

In লাইফ স্টাইল - Jul 09 at 3:18pm
প্রেমিকা না থাকার সুবিধা!

নিজের প্রেমিকা নেই, কিন্তু বন্ধুর প্রেমিকা দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন? আপনি হয়ত জানেন না প্রেমিকা না থাকার কত বড় বড় সুবিধা রয়েছে। সেটাই একবার দেখে নিন৷ জানার পর আপনিই বলবেন, ভাগ্যিস কেউ নেই, খুব সুখে আছি!

নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া :পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনও প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷

লাখো সুন্দরীর ভিড়ে : একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনও অপরাধবোধ কাজ করবে না৷ যার সঙ্গে ফ্লার্ট করবেন সে:ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷

একা থাকুন, রোগা থাকুন : ব্রিটেনে এক গবেষণায় দেখা গিয়েছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়৷ ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে৷ একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না৷

অফুরন্ত সময় : যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা সিনেমা দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, সময়ই পাই না৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো সিনেমা দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!

আরামের ঘুম :এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনও চিন্তা:ভাবনা, ঝগড়া:ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!

বিচ্ছেদের কষ্ট নেই :আমেরিকার প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও ডিভোর্স পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷

বন্ধু যখন শত্রু : যারা একা থাকেন, :রা বন্ধু:বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনও বাঁধা:ধরা থাকে না৷ আর যাঁদের প্রেমিকা আছে :দের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা কর, আড্ডা দাও, কোথাও ঘুরতে চলে যাও৷

যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেই :প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷ এত স্বাধীনতা আর কোথায়!

Googleplus Pint
Noyon Khan
Posts 3351
Post Views 924