MysmsBD.ComLogin Sign Up

‘খলনায়ক রিটার্ন’য়ে ফিরছেন সঞ্জয় দত্ত ও সুভাষ ঘাই জুটি

In সিনেমা জগৎ - Jul 09 at 3:16pm
‘খলনায়ক রিটার্ন’য়ে ফিরছেন সঞ্জয় দত্ত ও সুভাষ ঘাই জুটি

বলিউডের খ্যাতনামা নির্মাতা সুভাষ ঘাই বড়পর্দায় আনতে যাচ্ছেন ৯০ দশকের জনপ্রিয় ছবি ‘খলনায়ক’ এর সিক্যুয়েল। আর জানা গেল, এই ছবির মাধ্যমে রুপালী জগতে ফিরছেন হিন্দি সিনেমার ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্ত। ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা গেল, সুভাষ ঘাইয়ের মুক্তা আর্টস এবং সঞ্জয় দত্তের প্রযোজনা সংস্থা নতুন ছবিটির জন্য একটি চুক্তি সম্পন্ন করেছেন।

আরও জানা গেল, ছবিটির স্ক্রিপ্টের কাজ চলছে এবং এই বছরের শেষের দিকে শুরু হবে ছবিটির কাজ। যদিও এখনও চূড়ান্ত হয় নি কে কে থাকছেন এই ছবিটিতে। এই প্রসঙ্গে সুভাষ ঘাই বলেন, ‘এটি নিশ্চিত যে মুক্তা আর্টস এবং সঞ্জয়ের প্রযোজনা সংস্থা একটি সিনেমা বানানোর জন্য চুক্তি হাতে নিয়েছে। সব ঠিক থাকলে ২০১৬ সালের শেষের দিকে আসছে ‘খলনায়ক রিটার্নস’।

তিনি আরও বলেন, ‘ছবিটিতে সঞ্জয় ২০ বছর পর জেল থেকে ছাড়া পাওয়া ‘বাল্লু বালরাম’ এর চরিত্রে অভিনয় করবেন। বরতনামে ছবির স্ক্রিপ্টের কাজ চলছে। এটি সম্পন্ন হলেই আমরা বাকি কলাকুশলীদের নাম ঘোষনা করব। এর জন্য আমরা একজন তরুণ পরিচালকের খোঁজ করছি।’

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6727
Post Views 170