MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ঘর ভাঙছে রাহুল-প্রিয়াঙ্কার?

In বিবিধ বিনোদন - Jul 09 at 3:12pm
ঘর ভাঙছে রাহুল-প্রিয়াঙ্কার?

হলিউড, বলিউডে প্রায়ই তারকাদের বিচ্ছেদের খবর শোনা যায়। এবার সে হাওয়া যেন লেগেছে টলিউডেও। শোনা যাচ্ছে, ঘর ভাঙছে রাহুল-প্রিয়াঙ্কা জুটির।

বিয়ের পর বেশ ভালোভাবেই কাটছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ করেই অভিনেত্রী সন্দীপ্তার দিকে ঝুঁকে পড়েছেন রাহুল- এমন খবর শোনা যাচ্ছিল। স্টার জলসায় প্রচারিত ‘তুমি আসবে বলে’ মেগা সিরিজে অভিনয়ের সময় এ দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপরই গুঞ্জন ওঠে, ছাড়াছাড়ি হচ্ছে রাহুল এবং প্রিয়াঙ্কার।

এই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে আরেকটি সংবাদ। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা বাড়ি খুঁজছেন। রাহুলকে ছেড়ে তিনি একা থাকতে চান। হঠাৎ কেন একা থাকার সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা এ নিয়েও প্রশ্ন উঠেছে টালিগঞ্জে।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কার মন্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখতে বলেছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, গুরুতর কিছু ঘটেনি। স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক যেমন সমস্যা হয় এ তেমনই কিছু। তবে রাহুলের নতুন সম্পর্ক নিয়ে কিছু বলেননি তিনি।

‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার সেটে রাহুল-প্রিয়াঙ্কার প্রেম কাহিনি শুরু হয়। এরপর ২০১০ সালে বিয়ে করেন তারা।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5384
Post Views 302