MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ!

In আন্তর্জাতিক - Jul 09 at 2:29pm
জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ!

ভারতের বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন, তা নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে বলে অভিযোগ রয়েছে। ঢাকার গুলশানে হামলাকারীদের মধ্যে কয়েকজন নিয়মিত জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে তথ্য মিলেছে।

এর আগে গতকাল জাকির নায়েককে গ্রেপ্তারের জোর দাবি জানায় ভারতের উত্তর প্রদেশের মুসলমান নেতারা। স্থানীয় মুসলিম নেতারা এই দাবি তুলে পিস টিভির সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়েছিল। তারা জাকির নায়েককে ইসলামবিরোধী ও ভারতবিরোধী বলে আখ্যা দেন।

বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন ঈদগাহে দেওয়া বক্তৃতায় তারা ‘সন্ত্রাসবাদে উস্কানি’ দেওয়ার অভিযোগে জাকির নায়েক ও তার ‘পিস টিভি’ নিষিদ্ধের দাবি জানান বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।

উল্লেখ্য, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। এমনকি মুসলিম প্রধান মালয়েশিয়াতেও জাকির নায়েকের বক্তব্য প্রচারের অনুমতি নেই।

Googleplus Pint
Noyon Khan
Posts 2742
Post Views 546